খােলা বাজার২৪।। শুক্রবার, ১৭ মার্চ ২০১৭: মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব সরদার পাড়ার কতিপয় মাদক সেবীরা বাপ বেটাকে দা, রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।
১৭ মার্চ শুক্রবার বিকাল ২ টার দিকে সদর উপজেলার পূর্ব সরদার পাড়া শাহিন টগরের বাড়ির সামনে এ ঘটান ঘটে।
আহত রিকশা চালক মো. হফিজল (২৫) ও তার পিতা মো. আক্তার উজ্জামান (৫৫)।
স্থানীয় এক মুরব্বি বলেন, মাদক সেবনের টাকা না দেওয়ার কারণে পূর্ব সরদার পাড়ার কতিপয় মাদক সেবী মো. বাবু, মো. মাসুম ও সুমন রিকশা চালক আক্তার উজ্জামন ও তার ছেলে হফিজলের ওপর ক্ষিপ্ত হয়ে মারদর শুরু করে। এ সময় আমরা থামাতে গেলে আমাদেরকেও মারদর করে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ইফতেখার ইরফান বলেন, রোগীদের কয়েক জায়গায় আগাত পেয়েছে। আক্তর উজ্জামান এর ডান হাত, পা প্রচুন্ড আঘাত লেগেছে এবং তার ছেলের মাথার উপরে অংশে ৮টি সেলাই লেগেছে। আর বাকি ৪/৫ জনকে প্রাথমি চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ আলী সাথে কথা বললে তিনি বলেন, এ ঘটনা আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি।