খােলা বাজার২৪।। শনিবার, ১৮ মার্চ ২০১৭: ঢাকার আশকোনায় নির্মানাধীন র্যাব ক্যাম্পে আত্মঘাতি বোমা হামলার ঘটনায় দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ সতর্কতা জারী করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পাশাপাশি নজরদারী বাড়িয়েছে বিএসএফও। এর ফলে বিজিবি ও বিএসএফ হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের জিঞ্জাসাবাদের পাশাপাশি তাদের দেহ ও ব্যাগ তল্লাশী করছে। এছাড়া ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষও পাসপোর্ট যাত্রীদের পাসপোর্ট নিবিড় ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দুই দেশে যাতায়াতের অনুমতি দিচ্ছেন। এরফলে অনেক যাত্রীদের মধ্যে আতংক লক্ষ্য করা গেছে।
শুক্রবার র্যাব ক্যাম্পে আত্মঘাতি বোমার হামলায় আত্মঘাতি এক যুবক নিহত হয়। আহত হয় দুই র্যাব সদস্য। এঘটনার পর থেকে হিলি সীমান্তে এই বিশেষ সতর্কতা জারী করল বিজিবি। হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এ সত্যতা নিশ্চিত করেছে।