খােলা বাজার২৪।। সোমবার, ২০ মার্চ ২০১৭: নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করণের লক্ষে সম্প্রসারিত ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৪টায় সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই কাজ বাস্তবায়ন করবে।
স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. আশিষ কুমার সাহা, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, ইউএনও ইশরাত ফারজানা, অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।