ময়মনসিংহের ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রায়মনি নামকস্থানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৫ জন যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অন্তত্ব ৩৫ যাত্রী আহত হন। স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। তবে তাৎক্ষনিক কারো পরিচয় পাওয়া যায়নি।