খােলা বাজার২৪।। শুক্রবার, ২৪ মার্চ ২০১৭: বড়াইগ্রাম পৌরসদর লক্ষীকোল বাজারে শুক্রবার দুপুরে আকস্মিক অগ্নিকান্ডে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িসহ তিনটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, মেয়র আব্দুল বারেক সরদার, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, ওসি শাহরিয়ার খান, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। জানা গেছে, শুক্রবার দুপুরে লক্ষীকোলে সোলায়মান হোসেনের শিশ সু ষ্টোরে আগুন লেগে দ্রত পাশের সেলিম ভ্যারাইটি ষ্টোর, রবিউল ক্রোকারিজ সামগ্রীর গোডাউন ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল বারীর পরিত্যক্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে বাড়ির একটি অংশসহ তিনটি দোকানের যাবতীয় মালামাল পুড়ে গিয়ে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে নাটোর ও গুরুদাসপুর থেকে ফায়ার সার্ভিস টিমের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে, জোনাইলে ডা. আফজাল হোসেনের বাড়িতে বৃহস্পতিবার রাতে কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকান্ডে দুটি গরু, দুটি ছাগলসহ তিনটি ঘর পুড়ে গেছে। উল্লেখ্য, বুধবার রাতে বড়াইগ্রামের মশিন্দা গ্রামে অগ্নিকান্ডে আয়জান বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।