Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23kখােলা বাজার২৪।। রবিবার, ২৬ মার্চ ২০১৭: ২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিএসএফও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিজিবিকে শুভেচ্ছা জানিয়েছে।

সীমান্তে সৌহার্দ, সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থান বজায় রাখার জন্য আজ রবিবার দুপুরে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্য রেখায় বিজিবি মিষ্টি উপহার দিয়ে ও বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ডি পি দত্ত ও বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম উপস্থিত ছিলেন।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলম জানান, আজ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) ৬ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।