Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: সিলেটের ‘আতিয়া মহলে’ সোমবার সকাল থেকে নতুন করে গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যম জানায়, সকাল থেকে বেশ কিছুক্ষণ একটানা গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

এদিকে, অভিযানস্থলের নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। সেখানকার দুই বর্গকিলোমিটার এলাকাজুড়ে সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার সিলেটে বোমা বিস্ফোরণে পুলিশের দুজন কর্মকর্তাসহ ছয়জন নিহত হবার ঘটনায় মোঘলাবাজার থানায় অজ্ঞাত সংখ্যক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।

ঐ ঘটনায় আহতদের মধ্যে ২৮জন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক।

সেনাবাহিনী রোববার বিকেলে জানিয়েছে, সিলেট শহরের ‘আতিয়া মহল’ ঘিরে তাদের সম্মিলিত অভিযানে দুজন জঙ্গি নিহত হয়েছে।
দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ওই বাড়িটিতে আরো জঙ্গি থাকতে পারে বলে কর্মকর্তারা ধারণা করছেন। সে কারণে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছিলেন তারা।

সেনাবাহিনী বলছে, পাঁচতলা বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক বা আইইডি পেতে রাখা হয়েছে। এ কারণে ধীরগতিতে অভিযান চালাতে হচ্ছে। এর আগে বাড়িটির ভেতর আটকা পড়া ৭৮ জন বাসিন্দাকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সূত্র: বিবিসি