Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13kখােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: স্বাধীনতা যুদ্ধের সময় একজন সাধারণ কৃষক ও শ্রমিকের কাছে কোন প্রশ্নটি মুখ্য ছিলো? প্রথম ও প্রধান প্রশ্নটি ছিলো তার অস্তিত্বের প্রশ্ন। ১৯৭১ সালে যেভাবে নির্বিচারে গণহত্যা, নারী নিযার্তন, ধর্ষণ, বাড়ি ঘরে আগুন দেয়া হয়েছে তাতে সে সময় আপনার মনে যে প্রশ্নটি আসে সেটি হলো আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চিন্তা। আর এটাকে পশ্চিমারা বলে, নিজেকে রক্ষা করার বা আত্মরক্ষার তাগিদ। আর দ্বিতীয় কথাটি হলো এই যে, আমি আমাকে রক্ষা করার চেষ্টা করে আসছি। আমিটা কে? আমার আত্ম পরিচয় কি? এটা জানার জন্য ইতিহাস জানতে হয়। আত্ম পরিচয় এক দিনে তৈরি হয় না, এটা তৈরি হতে সময় লাগেছে আমাদের।
রবিবার রাতে ডিবিসি নিউজের রাজকাহন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ।
মাহবুব উল্লাহ আরো বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসাবে সমধিক পরিচিত। ১৯৫৪ খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশিষ্ট ভূমিকা পালন করেন।
তিনি আরো বলেন, রাজনীতির পক্ষে বিপক্ষে শক্তির ব্যাপারটা এমন হয়েছে, একবার স্বাধীনতার পক্ষ শক্তি ক্ষমতায় আসবে তো আরেকবার রাজাকার ক্ষমতায় আসবে। আমাদের প্রতিবেশি দেশ যেমন আমাদের সমর্থন দিয়েছে তেমনই আবার তাদের সাথে আমাদের স্বার্থের একটা বিরোধও রয়েছে। আমাদের দেশের সব দল যদি একসাথে মিলে কাজ করতো তাহলে হয়তো রাজনীতিতে কে ধর্ম পছন্দ করে আর কে করে না এমন ডামাডোলের মধ্যে থাকতে হতো না।