খােলা বাজার২৪।। সোমবার, ২৭ মার্চ ২০১৭: ঠাকুরগাঁওয়ে ডিবি কর্তৃক এক ইয়াবা ব্যবসায়ী আটক হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে জেলার পীরগঞ্জ থানার হাজীপুর ইউনিয়নের খটসিঙ্গা নামক বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ইয়াবা বিক্রেতার নাম শ্রী অর্জুন রায়(২৪)।সে পীরগঞ্জের হাজীপুর ইউনিয়নের সতীশ রায় ওরফে বুধু ‘র ছেলে।
ডিবি সুত্রে জানা যায়, এসআই নুর আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম পীরগঞ্জ থানাধীন হাজীপুর ইউনিয়নের অন্তর্গত খটসিঙ্গা বাজারে মাদক বিরোধী ও চোরাচালান উদ্ধার অভিযান পরিচালনাকালে আন্ত:জেলার কূখ্যাত মাদক ব্যবসায়ী শ্রী অর্জুনকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।