খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭: রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়ার ধুপখোলা খেলার মাঠটি সংস্কার ও সংরক্ষণ করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মাঠটি ’বাণিজ্যিক পার্ক বানাতে দেবে না’ শীর্ষক স্লোগানে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল করে গেণ্ডারিয়াবাসী। এতে অত্র এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
এলাকাবাসীরা জানান, বাণিজ্যিক পার্কের চেয়ে খেলার মাঠ বেশি জরুরি। এই মাঠে নিয়মিত খেলাধুলা করেন শিশুসহ বিভিন্ন বয়সের তরুণেরা। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় বাণিজ্যিক শিশুপার্ক নির্মাণ করলে উন্মুক্ত স্থান বলতে কিছুই থাকবে না। আর মাঠের চারপাশের সবুজ গাছপালাও থাকবে না। শিশুদের মানসিক বিকাশের নামে মাঠে শিশুপার্ক নির্মাণ না করার দাবি জানান তারা।
উল্লেখ্য, সম্প্রতি ঐতিহ্যবাহী এ মাঠে ‘বাণিজ্যিক শিশুপার্ক’ নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। দীর্ঘদিন ধরে খেলাধুলার অনুপযোগী মাঠটি সংস্কার না করে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প নেয়া হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে অত্র এলাকাসহ আশপাশের এলাকার একমাত্র খেলার মাঠটি হারিয়ে যাবে।
জানা গেছে, আধুনিক শিশুপার্ক নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে নকশা প্রণয়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। নকশার কাজও প্রায় সম্পন্ন। ডিসেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করার কথা। আগামী বছরের জানুয়ারিতে শিশুপার্ক নির্মাণের কাজ শুরু হবে। ২০১৮ সালের জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাণিজ্যিকভাবে পার্কটি ব্যবহার করা হবে।