খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: অর্থ ও রাষ্ট্রীয় উপহার আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিন মামলার আপিলের শুনানি শুরু বৃহস্পতিবার।
বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ শুনানির দিন ধার্য করেন।
এর আগে গত ২৭ মার্চ এ-সংক্রান্ত তিনটি মামলার আপিলের শুনানির জন্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নতুন বেঞ্চ গঠন করে সব নথি পাঠিয়ে দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, এ মামলার শুনানির তারিখ ছিল গত ২৩ মার্চ। কিন্তু কিছু প্রক্রিয়াগত ঝামেলার কারণে ওই দিন এ মামলার রায় ঘোষণা করেননি হাইকোর্ট। ওই দিন মামলার সব নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে মামলার শুনানি শেষে ১৩ মার্চ রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত।
আদালতে এরশাদের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে এরশাদের আপিল শুনানি শুরু হয়। দীর্ঘ ২৪ বছর পর এরশাদের সাজার বিরুদ্ধে আপিল শুনানি শুরুর উদ্যোগ নেয় দুদক।