প্রতিনিধি: “দেশ প্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন” শ্লোগানকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের যৌথ আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, জান্নাতুল ফেরদৌস লিপি, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, থানার এসআই ইনামুল হক, প্রধান শিক্ষক মোবারক আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লুৎফুন্নেসা, সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক মোজাহারুল ইসলাম, সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম, সদস্য বকুল হোসেন, প্রভাষক রাজু আহমেদ, আব্দুস সাত্তার প্রমূখ।