খােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগে Best Talent Khulna-2017 এ অঞ্চলের মেধাবীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
তিনি বলেন, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগ এ অঞ্চলের মেধাবীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনা করবে। আর এ জন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা ও জেলা প্রশাসন খুলনার যৌথ উদ্যোগে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
এতে খুলনা জেলার প্রায় ৭৪টি উচ্চ মাধ্যমিক কলেজের ২৫০ শিক্ষার্থীদের নিয়ে Best Talent Khulna-2017 এর আয়োজন করা হয়।
প্রফেসর ড.আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, দেশের দক্ষণি অঞ্চলের শিক্ষা বিস্তারে এ বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট সার্চ এর মতো আরও সৃজনশীল কাজ করে যাবে।
এছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষ বিভিন্ন ব্যাংক, বীমাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারকারীকে ল্যাবটপ, ২য় স্থান ও তয় স্থান অধিকারকারীকে ১টি করে ট্যাব ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট ও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। সেরা ট্যালেন্ট খুলনা অর্জন করে সরকারি বিএল কলেজের পার্থ কুন্ডু।