Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35kখােলা বাজার২৪।। বুধবার, ২৯ মার্চ ২০১৭: বেহেশতে যাওয়ার মিথ্যা প্রলোভন প্রদানকারী জঙ্গিবাদদের থেকে জাতিকে সতর্ক থাকার আহ্বান জানান ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

পাবনার মাধপুরের বটতলায় ১৯৭১ সালের ২৯ মার্চ শামসুর রহমান শরীফ ডিলুর নেতৃত্বে পাকিস্তানি আর্মি প্রতিরোধের প্রথম সম্মুখ যুদ্ধে নিহত ১৭ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ অনুষ্ঠান “শহীদদের স্মরণে” মহান ঐতিহাসিক মাধপুর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়েছেন।

ভূমিমন্ত্রী শরীফ বলেন, যারা জঙ্গিবাদ তৈরি করে এদেশের মানুষকে বিপথগামী করার অপচেষ্টা করছে, যারা বাংলা ভাই তৈরি করেছিলো, যারা বেহেশত পাওয়ার লোভ দেখিয়ে অল্প বয়সী ছেলে মেয়েদের আত্মাহুতি দিতে বাধ্য করছে, যারা এখনো দেশকে অস্থিতিশীল রাখতে চায়, তারা এখনো সংশোধন হয়নি। মন্ত্রী বলেন, বাংলার ইতিহাসের চার বিশ্বাসঘাতক মীর জাফর, গোলাম আযম, খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান এর প্রেতাত্মা ও দোষররা এদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের আখড়া বানাতে চায়।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায়, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কখনও তা সম্ভব হবে না। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি সবাই মিলে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করবে। তিনি বলেন, একাত্তরের শহীদদের কাছে আমাদের অপরিশোধ্য ঋণ রয়েছে। ইসলামের শত্রু, মানবিকতার শত্রু, ইতিহাস বিকৃতকারী স্বাধীনতাবিরোধীদের এদেশ থেকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করা হবে। তিনি বলেন, এদেশে বিপথগামী স্বাধীনতাবিরোধী মানুষ ধ্বংস হয়ে যাবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়ন কাজে অংশ নেয়ার আহ্বান জানান। মন্ত্রী ১৯৭১ সালের ২৯ মার্চ মাধপুরে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ যুদ্ধে নিজে অংশ নিয়ে সহযোদ্ধা ১৭ জন শহীদের স্মৃতি গভীরভাবে স্মরণ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চান। তিনি বলেন, মাধপুর রণাঙ্গণের যোদ্ধাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। তিনি মাধপুর রণাঙ্গণে অংশ নেওয়া সকল শহীদ ও যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডকে স্মরণ করিয়ে দেন। গৌরবোজ্জ্বল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মুক্তিযোদ্ধা সাজেদুল হক নিলুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ডেপুটি কমান্ডার আবদুল বাতেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার আঃ খালেক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ্বাস, মুক্তিযোদ্ধা আঃ লতিফ সেলিম, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, পাবনা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ. হাই ও পাবনা সদর থানা অফিসার ইনচার্জ আ. রাজ্জাক বক্তব্য দেন।