খােলা বাজার২৪।। শুক্রবার, ৩১ মার্চ ২০১৭: সিলেটে বোমা বিস্ফোরণে আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ মারা গেছেন।
সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা হয়েছিল তাকে। বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষণা করেন বলে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানিয়েছেন।
গত ২৫ মার্চ শনিবার সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানস্থলের কাছাকাছি বোমার বিস্ফোরণে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। বিস্ফোরিত বোমার একটি স্প্রিন্টার লে. কর্নেল আজাদের এক চোখ দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে ঢুকে যায়। ওই দিন রাতে হেলিকপ্টারে করে তাকে সিলেট থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এনে চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত রবিবার রাত ৮টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।
গত রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় লে. কর্নেল আজাদকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশ্ববিখ্যাত নিউরোসার্জন ডা. লি কিমের অধীনে চিকিৎসাধীন ছিলেন র্যাবের এই চৌকস কর্মকর্তা।
বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসায় গঠিত বোর্ড বৈঠক করে তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়ার পর লে. কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুর থেকে দেশে ফিরিয়ে আনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনকষা গ্রামে লে.কর্নেল আবুল কালাম আজাদের বাড়ি। ৩৪তম বিএমএ লং কোর্সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ৬ বেঙ্গল রেজিমেন্টের একজন কর্মকর্তা। ২০০৫ সালে তিনি সিলেটের জালালবাদ সেনানিবাসে প্যারাট্রুপারের প্রশিক্ষণ নিয়ে প্যারাকোমান্ডো হিসাবে উত্তীর্ণ হন। ২০১১ সালের দিকে মেজর আজাদ হিসাবে র্যাবের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসাবে যোগ দেন। ২০১৩ সালের অক্টোবরে তিনি লে.কর্নেল পদে পদোন্নতি নিয়ে গোয়েন্দা শাখার পরিচালক হিসাবে নিয়োগ পান। নিষিদ্ধ জঙ্গি সংগঠন বিশেষ করে জেএমবি, হরকাতুল জিহাদ ও হিযবুত তাহরীরের সদস্যদের গ্রেফতারের ব্যাপারে লে. কর্নেল আজাদের অবদান রয়েছে।
র্যাব সূত্র জানায়, স¤প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ লে. কর্নেল আজাদের পোস্টিং হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পরই আনুষ্ঠানিকভাবে তার র্যাব থেকে বিদায় নেয়ার কথা ছিল। তার আগেই তিনি ২৪ মার্চ সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি অভিযানের খবর পেয়ে তিনি র্যাবের গোয়েন্দা শাখার উপ-পরিচালক মেজর আজাদকে সঙ্গে নিয়ে সেখানে ছুটে যান। ২৫ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সেনাবাহিনীর ব্রিফিং শেষে ফেরার সময় রাস্তায় জঙ্গিদের ফেলে রাখা বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।
সূত্র: বিডিনিউজ, জাগোনিউজ, প্রথম আলো