Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17467649_10209313823906719_378892481_nখােলা বাজার২৪।। রবিবার, ২ এপ্রিল ২০১৭:পিরোজপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় ছাত্রদলে সহ-সাধারন সম্পাদক নুরুল অালম নিরু কে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে করে । মিছিলটি শহরের কৃষ্ঞচুড়া মোড় থেকে শুরু করে কলেজ রোডে সংক্ষিপ্ত ব্যক্তবের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিল পিরোজপুর ছাত্রদল নেতা তানজিদ হাসান সাওন, সালাউদ্দিন কুমার, চপল ফকির, বেল্লাল খান, অামিনুল হক, সাইদুল ইসলাম, মানিক শেখ, অারিফ তালুকদার প্রমুখ।

উপস্থিত ছাত্রনেতারা এই নির্মম হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অংঙ্গিকার করেন।