Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

shekখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০১৭: শুক্রবার শুরু হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনদিনের নয়া দিল্লি সফর। বিরল সম্মাননায় হাসিনাকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দিল্লি। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে মোদী সরকার।ঢাকাও এই সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। এরই মধ্যে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সফরের বিভিন্ন দিক সাংবাদিকদের ব্রিফ করেছে।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে প্রতিরক্ষাসহ ৩৩টি চুক্তি-সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে ৩৩টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব চুক্তি/সমঝোতা স্মারকের বেশির ভাগই বর্ডার-হাট স্থাপন, তথ্য ও সস্প্রচার, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট ও মহাকাশ গবেষণা, ভূ-ত্বাত্তিক বিজ্ঞান, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত।

 

এদিকে নয়া দিল্লির সাউথ ব্লকে বুধবার বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ সফর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার ডেস্ক) শ্রীপ্রিয়া রঙ্গনাথানও বলেছেন, এটা কোনো মামুলি সফর নয়।দুই দেশের সম্পর্ক ইতোমধ্যেই সর্বোচ্চ সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে এবং এটা সবচেয়ে ইতিবাচক সম্পর্ক।এই সফর সম্পর্ককে একটি নতুন পর্যায়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেই ২০১৫ সালের জুনে রাষ্ট্রীয় সফর করে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা ঘুরে গেছ্নে। দুদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে,৮ এপ্রিল নয়া দিল্লিতে দুদেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করবেন।

ওই বৈঠকে গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হবে। তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে দেশের অভ্যন্তরে আলোচনা তুঙ্গে উঠলেও এ বিষয়ে কোনো অগ্রগতি তথ্য জানাতে পারেনি দুদেশের কর্মকর্তারা। বিএনপিসহ অন্য বিরোধী রাজনৈতিক নেতারা বলছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি না হলে প্রধানমন্ত্রীর এই সফর হবে অর্থহীন। কেননা, এটা বাংলাদেশের জন্য দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখেছে। ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি সরব বিএনপিসহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো।তারা এ ধরনের চুক্তিকে আত্মঘাতী হিসেবে দেখছেন।