Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭:  12সৌদি আরবের রীতি ভাঙলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। দেশটিতে সফরের সময় নারীদের পোশাক পরার রীতি থাকলেও তা তিনি মানেননি।

রাষ্ট্রীয় সফরে স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে অবতরণ করলে থেরেসা মেকে অভ্যর্থনা জানান দেশটির যুবরাজ। মুসলিম প্রধান দেশটিতে সৌদি নারীদের প্রচলিত পোশাকরীতি সম্পর্কে মে কে অবহিত করা হয়েছিল। কিন্তু তিনি তা মানতে অস্বীকৃতি জানান। তাই বোরখা না পরে এবং মাথা না ঢেকেই বিমান থেকে নেমে আসেন।
রীতি ভঙ্গ করে মে বলেন, তার পোশাকরীতি অন্য নারীদের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।

এর আগে দেশটিতে সফরের সময় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ফার্স্ট লেডি মিশেল ওবামাও হিজাব পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন। মে’র সফরে অর্থনৈতিক ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আরব বিশ্বে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার সৌদি আরব। খবর ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টের।