খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭: স্কুলের ছাত্রছাত্রীদেরকে কমলা শাঁসযুক্ত মিষ্টি আলু খাওয়ানোর মাধ্যমে এর জনপ্রিয়তা বাড়ানোর লক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মাছেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ব্র্যাক এই অনুষ্ঠানের আয়োজন করে। ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি) সাসটেইন প্রকল্পে অর্থায়ন করছে ইউকেএইড এবং সহযোগিতা করছে বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ও বাসসের জেলা সংবাদদাতা সরকার মো. শহিদুজ্জামান, প্রধান শিক্ষক হাবিবুল আলম, জেলা সিআইপির প্রোগ্রাম কর্মকর্তা রমজান আলী, ব্র্যাকের শাখা ম্যানেজার গোলাম আজম ও কৃষক আবুল হোসেন।
বক্তারা মিষ্টি আলুকে ‘ভিটামিন এ’ এর উৎস হিসেবে উল্লেখ করে ছেলেমেয়েসহ গর্ভবতী মায়েদেরকে পুষ্টির চাহিদা মেটাতে তাদেরকে খাওয়ানোর পরামর্শ দেন। পরে স্কুলের ৩৫০ জন ছাত্রছাত্রীদেরকে মিষ্টি আলু খাওয়ানো হয় এবং সমসংখ্যক অভিভাবককে আড়াইকেজি করে মিষ্টি আলু বিতরণ করা হয়। এর আগে স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে হাত ধোয়ার কলাকৌশল শেখানো হয়।
চলতি বছর গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ১৫০০ প্রান্তিক চাষীর ‘ভিটামিন এ’ এর অভাব দূরীকরণ ও তাদের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের লক্ষে তাদের জমিতে এই মিষ্টি আলুর চাষ করা হয়।