Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

43খােলা বাজার২৪।। শনিবার, ৮ এপ্রিল ২০১৭:  ন্যায্য মুজুরী সহ ৮ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট , বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে পঞ্চগড়ের জেমকন লিমিটেডের পোল কারখানায় কর্মরত শ্রমিকরা । আজ শনিবার তারা এ ধর্মঘটের ডাক দেয়। শ্রমিকরা দুপুর থেকে জেমকন লিমিটেডের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরে বিকেলে বিক্ষোভ মিছিল সহকারে শ্রমিকরা জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারক লিপি প্রদান করে।
শ্রমিকরা জানায় প্রতিষ্ঠার পর থেকেই জেমকন লিমিটেড কতৃপক্ষ শ্রমিকদের সাথে মুজুরী বৈষম্য ছাড়াও নানা ধরনের নির্যাতন এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে আসছে। সারা দেশে শ্রমিকদের মুজুরী বৈষম্য কমানো হলেও জেমকন লিঃ এখনো দৈনিক হাজিরা এক’শ পঁচিশ টাকা প্রদান করে থাকে।
শ্রমিক নেতা রফিকুল ইসলাম ্এ প্রতিবেদককে জানান, শ্রমিকদের দৈনিক সর্বনি¤œ হাজিরা তিন’শ পঞ্চাশ টাকা, তুচ্ছ কারণ বশত: শ্রমিকদের ছাটাই বন্ধ করা, সরকারি ছুটির দিনে হাজিরা প্রদান করা,নিয়োগপত্র প্রদানসহ ৮ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। দাবী মানা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবার ঘোষনা দিয়েছেন।
এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু সাংবাদিকদের জানান, আমরা শ্রমিকদের পাশে থেকে জেমকনের সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিবো। তাদের কি করার আছে করবে।

এব্যাপারে জেমকন লিমিটেডের ম্যানেজার কামরুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা কথা বলতে রাজি হননি।