খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭: বাংলা নববর্ষ উপলক্ষে এবারও একাডেমিরপ্রাঙ্গণেবিসিক ও বাংলাএকাডেমির যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা ১৪২৪। মেলা চলবে ১ বৈশাখ হতে ১০ বৈশাখ পর্যন্ত।
বিসিকের বৈশাখী মেলাপ্রথমশুরু ১৩৮৫ বঙ্গাব্দে বাংলাএকাডেমী প্রাঙ্গণে। পরেশিশুএকাডেমী প্রাঙ্গণ, শিল্পকলাএকাডেমী, ধানমন্ডিক্লাব খেলারমাঠএবং শেরেবাংলানগরআন্তর্জাতিকবাণিজ্য মেলামাঠে এ মেলাঅনুষ্ঠিতহয়েছে। তবেজায়গাবদলহলেওগ্রামীণ মেলারআদলেআয়োজিত বৈশাখী মেলারচালচিত্রবদলায়নি। বিগতবছরগুলোরমতোএবারও এ মেলায়কুটির ও হস্তশিল্পজাতআমাদের ঐতিহ্যবাহীবহুবিধপণ্যেরসমারোহরয়েছে। মেলার স্টলে বসেকারুশিল্পীরা তৈরিপ্রক্রিয়াপ্রদর্শন ও বিক্রিকরবেনানারকমকুটির ও হস্তশিল্পজাতপণ্য। মেলারবিভিন্ন স্টলে মৃৎশিল্প, কাঠ ও বাশঁজাতপণ্য, তামা-কাঁসারপণ্য, জামদানীশাড়ী, নকশীকাঁথা, তৈরি পোশাক, শতরঞ্জি ও মন্ডা-মিঠাই, কদমা-বাতাসাসহবিভিন্নখাদ্যজাতপণ্যসহবহুবিধপণ্যের পসরা সাজিয়েবসবেবিক্রেতাগণ। নগরবাসীরবিনোদনের জন্য মেলায়রয়েছেপুতুলনাচ ও নগরদোলা। একই সাথে রয়েছেপ্রতিদিনসন্ধ্যায় লোকজসংস্কৃতিকঅনুষ্ঠানেরআয়োজন।
যে উদ্দেশ্যকে সামনে রেখেবিসিক ও বাংলা একাডেমি ঢাকায় বৈশাখীমেলারআয়োজনকরেআসছেতাহলো: দেশেরক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পখাতের উদ্যোক্তাদের উৎপাদিতপণ্যসামগ্রীরবাজারসৃষ্টিতেসহায়তাপ্রদান, শহুরে ও বিদেশীদের সামনেগ্রামীণপণ্যেরপরিচিতিঘটানোএবংনতুননতুননকশা ও নমুনার সাথে কারুশিল্পীদের পরিচিতকরা। বৈশাখী মেলাআজরাজধানীবাসীরঅন্যতমআকর্ষণে পরিনতহয়েছে। হস্ত ও কুটিরশিল্পজাতসামগ্রী কেনাবেচাছাড়াও এসবমেলাআমাদের গ্রামবাংলারসুপ্রাচীনঐতিহ্যেরব্যাপকপ্রকাশঘটাচ্ছে নগরীর ব্যস্ততমমানুষজনেরমাঝে।
মেলায় দেশেরবিভিন্নঅঞ্চলেরহস্ত, কারুশিল্পী ও উদ্যোক্তাদের উৎপাদিতপণ্য সামগ্রীর ১৬৩টি স্টল স্থান পেয়েছে। আগামী ১০ বৈশাখ (২৩ এপ্রিল ২০১৭) পর্যন্ত মেলাপ্রতিদিনসকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্তসবারজন্য উম্মুক্ত থাকবে।
এমতাবস্থায়, বৈশাখী মেলা ১৪২৪-এর সংবাদটি ব্যাপক প্রচারের ব্যবস্থা করে আমাদের গ্রামীণ মেলার ঐতিহ্যকে টিকিয়ে রাখার প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।