Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Rowshan-Ersha-bdখােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: ‘বাংলা নববর্ষ ১৪২৪’ উপলক্ষে দেশে ও দেশের বাইরে থাকা সব বাঙালিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে রওশন এরশাদ বলেন, দেশের সকল মানুষ হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হয়ে কাক্সিক্ষত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

রওশন এরশাদ আরও বলেন, বাঙালির নববর্ষ এক অনন্য বৈশিষ্ট্যময় উৎসব। পহেলা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে বাংলা ভূ-খন্ডের সব মানুষের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। যা কিছু জীর্ণ-পুরানো, অশুভ ও অসুন্দর তা পিছিয়ে ফেলে নতুনের কেতন উড়িয়ে শুরু হবে আরও একটি নতুন বছর ১৪২৪ বঙ্গাব্দ।

এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রওশন এরশাদ।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব এ কে এম আবদুর রহিম ভূঞার মাধ্যমে গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সহকারী প্রটোকল অফিসার এস কে এ হালিমের নিকট শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ-উল-আলমের নিকট বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।