Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: বাঙালি জাতির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। রমনার বটমূলে প্রতি বছরের মতো এবারো আনন্দমুখর পরিবেশে নতুন বছর বরণ করে নেওয়া হয়েছে। আজকে সারাদিনই ঢাকা শহরের বেশ কয়েকটি পয়েন্টে বিপুল সমারোহে নানান অনুষ্ঠান উদযাপিত হয়। আর এই অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলাবাহিনী। পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগসহ আশপাশের প্রবেশ পথে চলে ব্যাপক তল্লাশি। এইসব তল্লাশির মধ্য দিয়েই তপ্ত রোদে পরিবার-পরিজনকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় নগরবাসী। প্রতিটি মোড়ে ব্যাপক তল্লাশি পেরিয়েই বৈশাখের আনন্দ উপভোগ করতে হয় তাদের। এটাকে নিরাপত্তার ভালো দিক মনে করলেও অনেকেই আবার বিরক্তও হয়েছেন।

রমনা বটমূলে প্রবেশ পথে ছিল আরও কঠোর নজরদারি। বটমূলস্থলে প্রবেশের জন্য দর্শনার্থীদের আরও বেশ কয়েকটি নিরাপত্তার ফটক অতিক্রম করতে হয়। বটমূলের অনুষ্ঠান স্থলে প্রবেশে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হয়। এছাড়া তার আশপাশে ছিল র‌্যাব, পুলিশ, ডিবি, সোয়াট টিম, বোম ডিস্পোজাল ইউনিট ও সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ছিল তাদের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার। ব্যাগ বহনকারী কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ধানমন্ডি থেকে এসেছেন নবদম্পতি রুমানা রহমান ও তার স্বামী হাসান আরিফ। পহেলা বৈশাখের আনন্দকে সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য কড়া রোদের মধ্যেও বের হয়ে এসেছেন রমনার বটমূলে। আজ তারা সারা দিন ঘুরবেন আর অনুষ্ঠান উপভোগ করবেন।

এমন কড়া নিরাপত্তা বিষয়ে রুমানা বলেন, ‘জনগণের স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থার এমন কঠোর নিরাপত্তা সত্যি খুবই স্বস্তিদায়ক। সবাই যাতে নিশ্চিন্তে-নির্ভয়ে বৈশাখ পালন করতে পারে সে জন্য তাদের এই পদক্ষেপ প্রশংসার দাবিদার।’

রমনার বটমূলের অনুষ্ঠান দেখার জন্য যাত্রাবাড়ি থেকে তার স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে এসেছেন সানোয়ার। সানোয়ারের জীবনে এটাই প্রথম পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখতে আসা।

‘কেমন লাগছে’ জিজ্ঞেস করলে তিনি জানায়ন, ‘ভাই এটা আমার জীবনে প্রথম আসা। আমার পরিবার কখনও এখানে একা আসতে দেয়নি।’

তিনি জানান, ‘যেহেতু অনেকে আাগেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল নিরাপত্তা ব্যাপক, তাই চলে আসলাম। আসার পথে অনেক জায়গায় পুলিশের ব্যাপক তল্লাশি থাকায় প্রথমে ভয় পেয়েছিলাম। তারপর অনেকগুলো চেকপোস্ট অতিক্রম করে ভেতরে এলামা।’

অন্যদিকে, তল্লাশিতে দেখা যায়, অনেক মহিলা নারী অসন্তোষ প্রকাশ করছেন। যারা ভুল করে ভ্যানেটি ব্যাগ সঙ্গে নিয়ে এসেছেন তাদের ভেতরে প্রবেশে বেশ বিড়ম্বড়নায় পড়তে হয়েছে। আবার অনেকেই সঙ্গে ব্যাগ থাকার কারণে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

সরেজমিনে দেখা যায়, কাওরানবাজার, বাংলামোটর, শাহবাগ, দোয়েল চত্বর, প্রেসক্লাব, সায়েন্সল্যাবসহ প্রতিটি মোড়েই তল্লাশি চলছে।

এর আগেই ডিএমপি থেকে জানানো হয়েছিল যে, যেকোনো জায়গায় যেকোনো অবস্থায় পুলিশ যে কাউকে তল্লাশি করতে পারবে। এক কথায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও অধিক চেকপোস্টের কারণে সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্ভয়ে বৈশাখী অনুষ্ঠান পালন করবে এমনটাই ছিল সকলের প্রত্যাশা, যা বেশির ভাগ ক্ষেত্রে সফল হয়েছে।