Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27kখােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ষ বরণ ১৪২৪। বৃহস্পতিবার সকাল ৯ টায় পুরাতন কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ফেষ্ঠুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবরেসর শুভ উদ্ধোধন করেন। পরে গ্রামীন ঐতিহ্য গরুর গাড়ী ঘোড়াগাড়ী ও পালকী নিয়ে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। অন্যান্যের মধ্যে র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নাজমুল হক সনি, সিভিল সার্জন ডাঃ রওশন আরা খানম, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন ও আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আ.ত,ম আবদুলাহেল বাকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশীদ, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দীন, এটিএন বাংলার সাংবাদিক রায়হান আলমসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। পরে পুরাতন কালেকটরেট চত্বরে মুক্তিযোদ্ধা মঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশিত হয়। পরে জেলা প্রশাসকের বাংলোয় গ্রামীন ঐতিহ্য পান্তা বিভিন্ন ভর্তা দিয়ে খাওয়া হয়। জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ সমবায় চত্বরে জেলা জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সংগঠনের সাধারন সম্পাদক মোসাদ্দেক আলী প্রমুখ বক্তব্য রাখেন। পরে ১লা বৈশাখকে বরন করতে বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করে। এছাড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষক শিক্ষকবৃন্দরা বর্ষবরন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা জেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে বের হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। প্রাধান অতিথি হিসাবে শোভাযাত্রার উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। পরে নবীন শিক্ষকদের বরন ও বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা জানানো হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী নিরাপদ সড়ক চাই নিসচা, জেলা মাদক বিরোধী সামাজিক আন্দোলন, এনজিও সমন্বয় পরিষদ, চকএনায়েত যুবক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংকৃতিক অঙ্গ সংগঠন অংশ গ্রহন করে। এছাড়াও নওগাঁ কে,ডি সরকারী উচ্চ বিদ্যালয়, নওগাঁ জিলা স্কুল, নওগাঁ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, সীমান্ত পাবলিক স্কুল, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, নওগাঁ সেন্ট্রাল গার্লস হাইস্কুল পৃথক পৃথক ভাবে পহেলা বৈশাখ এর বর্ষবরনে ও মঙ্গল শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করেন। জেলার অপর ১০টি উপজেলা সদরে একই ভাবে বর্ষব বরন উৎসব পালন করা হয় বলে সুত্রে জানা গেছে।