খােলা বাজার২৪।। শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭: জমি-জমা নিয়ে সংঘর্ষের জেরে ঠাকুরগাঁওয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।আহত হয়েছে অারো সাত জন।
শুক্রবার(১৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের কালেশ্বরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম মিন্টু (২৫)।সে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের সমির উদ্দীনের ছেলে।
আহতরা হলেন-নিহতের ভাই নুর ইসলাম (৬৫), মুহাইমিনুল হক (৩৭), লিয়াকত আলী (৬৫), নাঈম (২৩), নিহতের ভাবি জিন্না বেওয়া (৬০), খদেমা খাতুন (৫০) ও হাসিনা বেগম (৪০)।
আহতরা বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,শুক্রবার আনুমানিক ২টার দিকে কালেশ্বরগাঁও গ্রামে ৫০ কাঠা জমিতে পাট রোপন করার জন্য চাষ দিচ্ছিলেন মিন্টুসহ তার পরিবারের লোকজন। এ সময় এলাকার পবার উদ্দীন খান হাল চাষে বাধা দেন।এতে উভয়ের মাঝে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে পবার উদ্দীন খানের লোকজন ক্ষিপ্ত হয়ে মিন্টুসহ তার পরিবারের সদস্যদের মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মিন্টু মারা যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মিন্টুর মাথা ও পিঠে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণেই তার মৃত্যু হয়।আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে, এ ব্যাপারে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।