Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ১৫ এপ্রিল ২০১৭: 51মোহাম্মদ সোহেল, নোয়াখালী : নোয়াখালী জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫এপ্রিল) বিকাল ৪টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সভা কক্ষে জেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি।

সভায় বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ এমপি, সেনবাগ- সোনাইমুড়ী আসনের এমপি মোরর্শেদ আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের, মিনহাজ আহম্মেদ জাবেদ, আতাউর রহমান ভূইয়া মানিক, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, মাওলা জিয়াউল হক লিটন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামীলীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপ-প্রচার সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি বলেন, জেলার হাতিয়া, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল ও কোম্পানীগঞ্জ উপজেলায় দলের মধ্যে বিরাজমান সকল সমস্য অচিরেই সমাধান করা হবে। দলকে সু-সংগঠিত করতে সকল নেতাকর্মীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এছাড়া আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে এখন থেকে সাধারণ মানুষের কাছে গিয়ে সরকারে উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।