Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: নাটোরের লালপুরের কদমচিলান এলাকায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। রোববার দুপুর ১২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে ও অ্যাম্বুলেন্স চালক ফরিদ হোসেন (৫০) এবং একই গ্রামের আয়ুব আলী শেখের ছেলে হেলপার সুজন শেখ (৩২)। আহত হলেন, নাঈম হোসেন (৩২) নামে অপর একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট শাহাদত হোসেন জানান, রোববার দুপুর ১২টার দিকে রোগী নামিয়ে দিয়ে পাবনা থেকে একটি অ্যাম্বুলেন্স বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌছালে বিপরীত দিক নাটোর থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি ছিটকে রাস্তার পার্শ্বে একটি পুকুরে পড়ে যায়। এসময় অ্যাম্বুলেন্স চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরো একজন।

খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মী ও বনপাড়া হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ঘটনাস্থল থেকে পুকুরে ডুবে যাওয়া ট্রাক-অ্যাম্বুলেন্সটি উদ্ধার কাজ চলছে।