খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: মোহাম্মদ সোহেল, নোয়াখালী: যুদ্ধকালীন সময় মুজিব বাহিনীর নোয়াখালী অঞ্চলের ডেপুটি কমান্ডার, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট মমিন উল্যাহ (৭৩) এর দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সকাল ১০টায় প্রথম জানাযা নোয়াখালী জিলা স্কুল মাঠে, সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাযা জেলা বার এসোসিয়েশন প্রাঙ্গণে ও বাদ জোহর তৃতীয় জানাযা তাঁর নিজ হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান ভুলুয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর কলেজ প্রাঙ্গনে তাঁকে দাফন করা হয়।
বৈরী আবহাওয়া সত্ত্বেও হাজার হাজার লোক জিলা স্কুল মাঠে তাঁর জানাযায় অংশ নেয়। জানাযায় জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম , বেগমঞ্জ আসনের সংসদ মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.এম অহিদুজ্জমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. শিহাব উদ্দিন শাহীন, পৌরসভার মেয়র শহিদ উল্যা খান সোহেল, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও সর্বস্তরের জনগন অংশ নেয়।
উল্লেখ্য, তিনি শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বনশ্রী ফরাজী হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও অসংখ্য রাজনৈতিক শিষ্য ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, নোবিপ্রবি ভিসি ড.এম অহিদুজ্জমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন গভীর শোক প্রকাশ করেছেন।