খােলা বাজার২৪।। রবিবার, ১৬ এপ্রিল ২০১৭: জামালপুরের মেলান্দহ উপজেলার ‘মুক্তিযুদ্ধ ও মুক্তি সংগ্রাম জাদুঘর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি মুক্তি সংগ্রাম জাদুঘর ঘুরে ঘুরে দেখে মুগ্ধহন ও উন্নয়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কাঁপাশ হাটিয়া এলাকার মুক্তি সংগ্রাম জাদুঘরের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো:শাহাবুদ্দিন খান।
বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম ও মুক্তি সংগ্রাম জাদুঘরের পরিচালক হিল্লুল সরকার প্রমুখ।