Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭: দক্ষিণ এশিয়ায় কিছু সন্ত্রাসীর কারণে এই অঞ্চলের বেশির ভাগ মানুষ ভাবমূর্তির সংকটে পড়েছে বলে মনে করেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুরাজ বৈধ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্ভাবনার দ্বার উন্মোচন এবং করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ী, গবেষক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামান্য কিছু সন্ত্রাসীর কারণে এই অঞ্চলের মানুষ ভীষণ অসুবিধায় রয়েছে উল্লেখ করে সার্ক চেম্বারের সভাপতি সুরাজ বৈধ্য বলেন, ‘৯৫ শতাংশ মানুষ চায় সার্ক টিকে থাকুক। এ অঞ্চলের ৯৯.৯ শতাংশ মানুষ ভালো। বাকি ০.০১ শতাংশ মানুষ সন্ত্রাস বা জঙ্গিবাদের সঙ্গে জড়িত। আর এদের জন্য বাকিদের অসুবিধায় পড়তে হয়। ’

ভারত আর পাকিস্তানে পারমাণবিক বোমা এ অঞ্চলের মানুষের জন্য হুমকি জানিয়ে সুরাজ বৈধ্য আরো বলেন, ‘চিন্তার বিষয় হচ্ছে ভারত ও পাকিস্তানে পারমাণবিক বোমা রয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে মতবিরোধও চরম পর্যায়ে। এই উদ্বেগের অবস্থা থেকেও আমাদের বের হয়ে আসা উচিত। ’

অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সার্কের দেশগুলোর মানুষের মধ্যে প্রধান সমস্যা দারিদ্র্য। এর পরও এককভাবে সব দেশই অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এ অঞ্চলের সীমানা মানুষের তৈরি। সার্কভুক্ত দেশগুলো একজোট হলে, নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করলে অবিশ্বাস্য প্রবৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।

সভায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, অন্য অঞ্চল যেখানে নিজেদের মধ্যে বড় অংশের বাণিজ্য করে, সেখানে সার্কের দেশগুলো মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ নিজেদের মধ্যে করে। এ ছাড়া আঞ্চলিক বাণিজ্যে যোগাযোগ অবকাঠামো অনেক বেশি দুর্বল। রুলস অব অরিজিনেও রয়েছে বেশ জটিলতা। এসব সহজ করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তাঁরা।

অনুষ্ঠানে এফবিসিসিআই সহসভাপতি মাহবুবুল আলম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ম তামিম, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তৈমুর তাজমহল, ঢাকায় পাকিস্তান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সুলেমান খান, নেপালের গবেষক খ্রিশিজ দাহাল ও শ্রীলঙ্কার গবেষক কিথমিনা হেওয়াজ বক্তব্য দেন।