খােলা বাজার২৪।। সোমবার, ১৭ এপ্রিল ২০১৭: বৈশাখের ছুটিতে স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে রাঙামাটি জেলার সাজেকে বেড়াতে যান মাশরাফি বিন মুর্তজা। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মাশরাফি। অবশ্য খারাপ কিছু হয়নি মাশরাফির। ভালোই আছেন তিনি।
দুর্ঘটনা সম্পর্কে আজ সকালে বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে মাঠে নামার আগে কথা বলেন টাইগার কাপ্তান। ‘পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি। আমরা নিরাপদেই ছিলাম। তবে গাড়ির অনেক ক্ষতি হয়েছে। পেছনের লাইটগুলো ভেঙে গেছে।’
রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ মাশরাফি-মুশফিকরা। প্রধানমন্ত্রী হাত থেকে এক কোটি টাকার চেক গ্রহণ পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি এবং টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।