Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খােলা বাজার২৪।। বুধবার, ১৯ এপ্রিল ২০১৭:  বাংলাদেশের পেসার মুস্তাফিজের দল সানরাইস হায়দরাবাদ আজ বুধবার ফের মাঠের লড়াইয়ে নামছে। এদিন হায়দরাবাদ লড়াই করবে দিল্লির বিপক্ষে। গতবারের চ্যাম্পিয়ন দল হায়দরাবাদ এবারও ভালো খেলছেন।
তবে মুস্তাফিজকে ছাড়াই ভালো খেলছে দল। একই অবস্থা সাকিব আল হাসানের কলকাতার ক্ষেত্রে। মুস্তাফিজ ঠিক প্রহরই গুণছেন। দলের নিয়মিত মুখ হিসেবে নেই সাকিব ও মুস্তাফিজ। এবারের আইপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামা হয়নি বিশ্বের অন্যতম সেরা তারকা সাকিবের।

মুস্তাফিজকে একটি ম্যাচে মাঠে নামিয়ে অবশ্য পরখ করেছে হায়দরাবাদ। সেই পরখের ম্যাচে নিজেকে মোটেই মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। অন্যদিকে তার দলও হেরেছে বাজেভাবে। বারবার একাদশে থাকার জন্য এই বিষয়টি নিয়েই ভাবছেন মুস্তাফিজ।
তবে দেখার বিষয় হায়দারাবাদ টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে ফের মাঠে নামার সুযোগ দেয় কিনা।