খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্তবর্তী এলাকায় ১১৯৪ মেইন পিলারের ২ শত গজ ভিতরে ভারত থেকে অবৈধপন্থায় একটি চোরচক্র ১২৫ সিসি মডেলের ডিসকভারী হোন্ডা বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে হোন্ডাটি আটক করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার সকালে ২৮ বর্ডারগার্ড বিজিবি’র সুনামগঞ্জ জেলার চারাগাঁও বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ আফসার উদ্দিনের নেতৃত্বে বিজিবি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানোর সময় ঐ হোন্ডাটি আটক করলেও বিজিবি’র ধাওয়া খেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ডিসকভারী হোন্ডাটি চারাগাঁও বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে চারাগাঁও বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ আফসার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান সীমান্তে যেকোন ধরনের অপতৎপরতা রোধে বিজিবির সদস্যরা সবসময় সজাগ দৃষ্টি রাখছে বলে ও জানান।