খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭: : রাজস্ব খাতের আওতায় দক্ষিণ সুনামগঞ্জে আউশ প্রদর্শণী চাষীদের মধ্যে সার ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২২ জন কৃষকের মধ্যে সার ও বীজ সংরক্ষণের পাত্র (ড্রাম) বিতরণ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার শাহা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি অতিরিক্ত দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা চিন্তাহরণ চৌধুরী, সহকারী কৃষি কর্মকর্তা অজয় ভূষন তালুকদার, টিটু তালুকদার, হীরেন্দ্র চন্দ্র কর, একে আজাদ, আবু তাহের প্রমুখ।