Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭:  34নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে জটুয়াখাতা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ২০ এপ্রিল সকাল হতে উক্ত বিদ্যালয়ের সৌজনে স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে জটুয়াখাতা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ একাব্বর আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জটুয়াখাতা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মোঃ নুর আলম, বাংলাদেশ আ’লীগ গয়াবাড়ী ইউনিয়ন শাখা ও সাংগঠনিক সম্পাদক ডিমলা উপজেলা আ’লীগ বীরমুক্তিযোদ্ধা এম.এ ফজলুল বারী, সদস্য জটুয়াখাতা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় শ্রী রাজকুমার রায়, আব্দুল হান্নান মিয়া, আব্দুর রহিম, বুলবুল আহম্মেদ, সভাপতি টেপাখড়িবাড়ী ইউনিয়ন আ’লীগ বীরমুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন। অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষনের উপর প্রতিযোগিতায় প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে অংশগ্রহন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা।