খােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭: প্রতিদিনের রান্নায় আমরা খাবার লবণ ব্যবহার করি। বহু শতাব্দী ধরে এটি মানুষের প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে। বেশি লবণ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। তবে আজ আমরা লবণ খাওয়ার বিষয়ে আলোচনা করব না, করব লবণের কিছু ভিন্ন ব্যবহার নিয়ে।
স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি প্রকাশ করেছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।
ডিম সেদ্ধতে
ডিম সেদ্ধ করার সময় সামান্য লবণ দিতে পারেন। এতে ডিম দ্রুত সেদ্ধ হবে। তবে ডিম দেওয়ার আগেই পানিতে লবণ দিয়ে নেবেন। তবে নরম সেদ্ধ ডিমের (সফট বয়েলড এগ) জন্য এটি ব্যবহার করবেন না। এটি শক্ত সেদ্ধ ডিমের (হার্ড বয়েলড এগ) জন্যই ভালো।
পা ব্যথা কমাতে
লবণ পা ব্যথা কমাতে কাজ করে। পা ব্যথা কমাতে এক বোল পানিতে আধা কাপ লবণ দিন। এর মধ্যে ১০ থেকে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর পা শুকিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। প্রতিদিন একবার করুন।
পোকামাকড়ের কামড়
পোকামাকড়ের কামড়ে ব্যথা ও চুলকানোর সমস্যা হয়। এই সমস্যা সমাধানে লবণ ব্যবহার করতে পারেন।
১. আক্রান্ত স্থান অ্যান্টিসেপটিক সাবান দিয়ে ধোন। তবে মৌমাছির কামড়ে এটি করবেন না। আক্রান্ত স্থানে পোকার শূল লেগে থাকলে সেটি বের করে নিন।
২. লবণের মধ্যে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এটি আক্রান্ত স্থানে লাগান এবং সামান্য পানি দিন।
৩. একে শুষ্ক হতে দিন এবং ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
৪. যতবার প্রয়োজন হয় করুন।