Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭: নোয়াখালী সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টায় ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। নজরুল ইসলাম স্বপন সদর উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামের মৃত ইউনূছ মিয়া সওদাগরের ২য় পুত্র।

এরআগে, সোমবার (১৭ এপ্রিল) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি দেখে ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

শুক্রবার বাদ জুম্মা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাপন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।