Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18034245_1287980094655421_127723484239920395_nখােলা বাজার২৪।। শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরে শুক্রবার রাত তিন’টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে সদর রোডস্থ এ্যাডভোকেট ফাতিমা আক্তার লাকির বাড়িসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মীভূত হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমান এখন জানা যায়নি।

আগুনে লাকির বাড়ি ও ভাড়াটের  একটি বড় ফার্নিচারের দোকান ও টিভি ফ্রিজ সার্ভিসিংয়ের দোকান সম্পুর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

শহরে পানির সমস্যা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। 18034181_1287993244654106_2918010362633717819_n

ফাতিমা আক্তার লাকি অভিযোগ করেন, রাত ২টা ২০ মিনিটে টিভি ফ্রিজ সার্ভিসিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে পিরোজপুরের দমকল বাহিনীকে খবর দিলে তারা একঘন্টা বিলম্বে আসেন। ততক্ষনে সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দমকল বাহিনীর স্টেশন অফিসার মোঃ কাঞ্চন আলী মৃধা। তিনি আরও বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে বাগেরহাট ও নাজিরপুরের দমকল বাহিনীও আগুন নেভাতে এসেছিল।