Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখােলা বাজার২৪।। রবিবার, ২৩ এপ্রিল ২০১৭: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হয়েছে ১৯ মার্চ। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহবুবর রহমানের মেয়াদও শেষ হয়েছে একই তারিখে। এরপর এক মাস পেরিয়ে গেলেও এসব পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তারের মেয়াদ শেষ হয়েছে ৬ এপ্রিল। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটিও শূন্য। পুনরায় উপাচার্য নিয়োগ না পাওয়ায় এই তিন পাবলিক বিশ্ববিদ্যালয় পুরোপুরি অভিভাবকহীন হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদ শূন্য থাকায় একাডেমিক, প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। পরীক্ষার ফল প্রকাশ, একাডেমিক কাউন্সিলের সভা, সিন্ডিকেট, শিক্ষক-কর্মকর্তাদের বেতন-ভাতা, পদোন্নতি, ঋণ পাস ও বিদেশ গমন, আর্থিক খাত, বিভিন্ন সভা-সেমিনার আয়োজনের কাজ আটকে আছে। বেশি বিপাকে পড়েছেন শিক্ষা ও গবেষণা এবং চিকিৎসার কাজে দেশের বাইরে যেতে আবেদন করা শিক্ষক-কর্মকর্তারা। এ ছাড়া দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আগামী দু-এক মাসের মধ্যে উপাচার্যের মেয়াদ শেষ হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, বেগম রোকেয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদও শূন্য হতে যাচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ের অধিকাংশতেই বিদ্যমান উপাচার্যের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবর রহমানকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য নিয়োগ না দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন, সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছেন। আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, মাহবুবর রহমান আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন সুবিধা নিয়েছেন। তার সময়ে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিএনপি ও জামায়াতিকরণসহ নানা অভিযোগ আনা হয়েছে। এদিকে সাবেক এক উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে রাবি উপাচার্যের বনিবনা না হওয়ায় মাঝেমধ্যেই সংবাদের শিরোনাম হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাবি উপাচার্য মিজানউদ্দিন দলটির নেতাদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। তবে বড় কোনো দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নেই তার বিরুদ্ধে। এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক উপাচার্য ও উপ-উপাচার্য পদে নিয়োগ পেতে জোর লবিং-তদবির শুরু করেছেন। অধ্যাপক ড. আবদুস সাত্তার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ৭ এপ্রিল উপাচার্য হিসেবে যোগ দিয়েছিলেন। দীর্ঘ আট বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকা- করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ প্রায় ১৫ দিনের বেশি সময় ধরে খালি থাকলেও এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের মেয়াদ ৩ মে শেষ হবে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূর-উন-নবীর মেয়াদ শেষ হবে ৫ মে। এই উপাচার্যের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তারা আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ‘এসব অভিযোগ উত্তরাধিকারসূত্রে (আগের উপাচার্য অধ্যাপক আবদুল জলিলের কারণেই) পাওয়া। একটি গ্রুপ এই উপাচার্যকে অসহযোগিতা করছে এমন বক্তব্য ইউজিসি ও মন্ত্রণালয়ের। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত-উল-আলমের মেয়াদ শেষ হবে আগামী ১২ আগস্ট। উপাচার্য মোহিত উল আলমের ছেলে ওয়াদুদ-উল-আলম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। এরপর তাকে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে দফায় দফায় মানববন্ধন, সভা-সমাবেশ, ক্লাস বর্জন, আন্দোলন হলেও ওয়াদুদকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইংরেজি বিভাগে। তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ শূন্য থাকার ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের সুপারিশ প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছি। সেগুলো যাচাই করে প্রধানমন্ত্রীর দফতর থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতিই চূড়ান্ত অনুমোদন করবেন। এ ছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের সুপারিশ শিগগিরই পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। এসব বিশ্ববিদ্যালয়ে শিগগিরই উপাচার্য নিয়োগ দেওয়া হবে। ’ বাংলাদেশ প্রতিদিন