Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ২৪ এপ্রিল ২০১৭: 45নীলফামারীর কিশোরগঞ্জে একসাথে পঞ্চম কুয়ার সন্ধান মিলল- শত শত মানুষের ঢল। ঘটনাটি কিশোরগঞ্জ উপজেলার ০২ নং পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী চাঁদখোসাল মসজিদের সামনে। কুয়া দেখতে শতশত মানুষের ঢল। অনেক মানুষ এই কুয়ার পানি নিয়ামতের পানি মনে করে খাচ্ছে। কেউ কেউ বোতলে ভরে বাসায় নিয়ে রাখছে। আবার কিছু সনাতন ধর্র্মাবলম্বী মানুষ পূজা ও করছে। এই কুয়ার বাস্তব ভিত্তি কোথায় কেউ বলতে পারে না। তবে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, দিঘী খনন করতে নাকি এই কুয়াগুলোর সন্ধান মিলছে। পুটিমারী ইউপির চেয়ারম্যাান আবু সায়েম লিটনের সাথে মুটোফোনে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।