Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

khlda-005খােলা বাজার২৪।। বুধবার, ২৬ এপ্রিল ২০১৭: শারীরিক অসুস্থতার কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার বিশেষ আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি নেত্রী শারীরিক অসুস্থতার জন্য বৃহস্পতিবার আদালতে উপস্থিত হবেন না।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বৃহস্পতিবার খালেদার আত্মপক্ষের সমর্থন ও হাজিরার দিন ধার্য রয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ছাড়া বাকি আসামিরা হলেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।