Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭: আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু প্রস্তাবিত সফরে আসছে না পাকিস্তান ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন,“বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই এ বছর বাংলাদেশ সফর করবে না পাকিস্তান।’ এবারের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দলটির।
হঠাৎ করে সফর বাতিলের কারণ নিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন,“আমরা বাংলাদেশকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। কারণ সেখানে দুবার সফর করেছে পাকিস্তান। আমরা মনে করছি, টানা তৃতীয়বার সেখানে সফর করা ঠিক হবে না। তাই আপাতত সফর বাতিল করছি। দেখা যাক, আগামী বছরের কোনও সময়ে সেখানে যাওয়া যায় কিনা।”

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফর করেছিল। এরপর পাকিস্তান ক্রিকেট দল ২০১১ ও ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসে। এবার সফরে আসার শর্ত হিসাবে পাকিস্তান দেশটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু এই শর্তে সাড়া দেয়নি বিসিবি।