Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18157246_435981303412164_65খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্দ্যেগে নিয়মিত ভ্রামমান আদালত পরিচালনার অংশ হিসেবে (২৬ এপ্রিল) বুধবার ঠাকুরগাঁও সদর দানারহাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে ৪ ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ২,৫০০ (দুই হাজার পাঁচশত টাকা) জরিমানাসহ মামলা দেন। আদালত পরিচালনা কালে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু খাদ্য সামগ্রী, প্রকাশ্য দোকানে সাজিয়ে রাখা সিগারেটের প্যাকেট ও বিপুল পরিমান নিষিদ্ধ কোমল যৌন উত্তেজক পানীয় জব্দ করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত মালামল গুলো ঘটনা স্থলে ধংস করা হয়।
আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব নাইম হাসান খাঁন, স্যানিটারি ইন্সপেক্টর আক্তার ফারুক, পেশকার রশিদুল ইসলাম, সদর থানার অফিসার-সহ সঙ্গীয় র্ফোস।
সে সময় আদালত জানায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।