Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

173583_1খােলা বাজার২৪।। শনিবার, ২৯ এপ্রিল ২০১৭: গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। তবে এটিকে আত্মহত্যা বলে দাবি করছেন পরিবারের লোকজন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হযরত আলী (৪৫) ও তার পালিত মেয়ে আয়েশা খাতুন (৮)। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার কর্ণপুর ছিটপাড়া গ্রামে।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তারা নিহত হন। ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। নিহত হযরত আলীর স্ত্রী হালিমা বেগম জানান, সকাল ৮টার দিকে মেয়েসহ বাড়ি থেকে বের হন তার স্বামী হযরত আলী। এরপরই তিনি এ ঘটনার সংবাদ পান। তার স্বামী দীর্ঘদিন যাবত একটি মামলা সংক্রান্ত ঘটনায় মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। জয়দেবপুর রেল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।