খােলা বাজার২৪।। শনিবার, ২৯ এপ্রিল ২০১৭: সালমান খান ও ক্যাটরিনা কাইফের বাস্তব জীবনের প্রেমকাহিনি অনেক আগে শেষ হয়ে হলেও কবীর খানের আসন্ন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-তে আবারো একসঙ্গে দেখা যাবে তাদের৷ আর সেই জন্যই এই জুটিকে নিয়ে উত্তপ্ত হচ্ছে সিনে-দুনিয়া৷ সেই উত্তেজনাকে বৃহস্পতিবার আরো একটু উসকে দিলেন সালমান খান নিজেই৷ সম্প্রতি ইনস্টাগ্রাম একটি অ্যাকাউন্ট খুলেছেন ক্যাটরিনা৷ তাকে সোশ্যাল মিডিয়ার এই নতুন দুনিয়ায় স্বাগত জানিয়েছেন সালমান৷
লিখেছেন, সবাই ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির টাইগ্রেসকে ইনস্টায় স্বাগত জানান৷ তার এমন মন্তব্য স্বভাবতই তাদের পুরোনো সম্পর্ককে আবার জোড়া লাগানোর ইঙ্গিত দিল যেন ভক্তদের মাঝে।