খােলা বাজার২৪।। শনিবার, ২৯ এপ্রিল ২০১৭: নিজের জেলায় ছাত্রদলের ত্রি-বার্ষিক সম্মেলনে যা বললেন মির্জা ফখরুল। বর্তমান সরকারের বিন্দুমাত্র কোন জনসমর্থন নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ অবৈধ সরকার শুধুৃমাত্র বন্দুকের জোরে ক্ষমতায় বসে আছে।
শনিবার(২৯ এপ্রিল) তাঁর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ বিডি হলে ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় জেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধান বিচারপতির এক বক্তব্যের জের টেনে বলেছেন, সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করছেন। অপর দিকে আইনমন্ত্রী প্রধান বিচারপতির বক্তব্য দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। প্রধান বিচারপতি যখন সত্য কথা বলেন সরকারের মন্ত্রীরা তখন উল্টাপাল্টা কথা বলেন।
তিনি বলেন, ধিক, সেসব মন্ত্রীদের যারা প্রধান বিচারপতির কথা নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন। আমরা আইনমন্ত্রীর কথাকে ধিক্কার জানাই।
এসময় তিনি আরও বলেন,সরকার মিথ্যাচার করে বলছে দেশে প্রবৃদ্ধির হার বেড়েছে,আসলে দেশের প্রবৃদ্ধির হার বাড়েনি,তবে সরকার দলীয় নেতাদের প্রবৃদ্ধির হার বেড়েছে।
দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্ররা সাহসিকতার সাথে সংকট মোচনে ভুমিকা রেখেছে। বর্তমান সময়ও দেশ একটি ক্রান্তিকাল পার করছে। এতে ছাত্রদলকেই মুখ্য ভুমিকা পালন করতে হবে। এসময় তিনি উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীদের শপথ গ্রহনের নির্দেশ দেন।
মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে ভারত সফরে গিয়ে অনেক কিছু নিয়ে আসার কথা বলেছেন। কিন্তু তিনি ফেরত এসছেন শূন্য হাতে। আজকে আমরা তিস্তার পানি পাই না। আমাদের হাওরে বন্যা হয়ে গেছে। উজান থেকে পানি এসে অনেক কৃষক অসহায় হয়ে গেছে। ভারতীয় বাঁধগুলো ছেড়ে দেয়ার কারণে এই সমস্যা হয়েছে।
সেই জন্য সরকারকে বিদায় জানানোর জন্য ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই। এই আন্দোলনের শক্তিই ছাত্রদল বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব।
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান,সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপি’র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর করিম, জেলা আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, পৌ: বিএনপি’র সভাপতি প্রবীণ আইনজীবি ও জেলা বার কাউন্সিলের সভাপতি আলহাজ্ব এ্যাড: আব্দুল হালিম, পৌ: বিএনপি’র সাধারণ সম্পাদক তারিক আদনান ও ছাত্রদল সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।