Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ssssssখােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: পৃথিবী ধ্বংস নিয়ে নানা খবর মাঝে মধ্যেই ছড়ায়। তার অনেকটাই গুজব বলেই পরে প্রমাণিত হয়। তবে বিখ্যাত আর্কিওলজিস্ট গ্রাহাম হ্যানককের গবেষণার তথ্য যা বলছে, তা কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার সেই তথ্য আলোড়ন ফেলে দিয়েছে গোটা দুনিয়ায়।

একটি বিখ্যাত সায়েন্স জার্নালে প্রকাশিত তার গবেষণায় দাবি, আগামী দু’দশক, অর্থাৎ‌ ২০৩০ সালের মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়তে পারে গ্রহাণু। যা ধ্বংস করবে একটি সভ্যতা।

তার গবেষণা বলছে, আজ থেকে প্রায় ১৩ হাজার বছর আগে তুষার যুগ এই ভাবেই শেষ হয়েছিল। বাইবেলে নোয়ার নৌকার কথা রয়েছে। সেই ভয়াল বন্যা মিথ হলেও, অনেক বিজ্ঞানীরই দাবি, ধ্বংসাত্মক ওই বন্যা সত্যিই হয়েছিল। যার জেরে শেষ হয়ে গিয়েছিল তামাম সভ্যতা।

গ্রাহাম হ্যানককের বেস্ট-সেলিং বইগুলিতে দাবি, ২০৩০ সালের মধ্যেই বিশ্বে আছড়ে পড়বে একটি গ্রহাণু, যা একটি সভ্যতাকে ধ্বংস করার পক্ষে যথেষ্ট। এই দাবির সপক্ষে প্রমাণও বিস্তর দিয়েছেন হ্যানকক।

এডিনবরা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং-এর একটি গবেষণাপত্রে দাবি, ১০ হাজার ৯৫০ খ্রিস্টপূর্বাব্দে একটি গ্রহাণু পৃথিবীর উপর আছড়ে পড়েছিল।