Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Photoখােলা বাজার২৪।। রবিবার, ৩০ এপ্রিল ২০১৭: নরসিংদীর মাধবদী নওয়া পাড়া জজ ভূইয়া গ্রুপের দুইটি ইউনিটের ০৪ মাসের গ্যাস বকেয়া বিল প্রায় ৪ কোটি টাকা পরিশোধ না করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মিটার অপসারণ করে নিয়ে আসে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। চিনিশপুর তিতাস গ্যাস আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ তওহিদুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন। জজ ভূইয়া গ্রুপের গ্যাস বিচ্ছিন্ন ইউনিটের মধ্যে রয়েছে। জজ ভূইয়া টেক্সটাইল মিলস, মাহিদা এপালেন্স লিঃ। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় দায়িত্ব প্রাপ্ত আনসার সোহেল রানা, ফাইজ উদ্দিন বাধা দেওয়ার চেষ্টা করে।

তাৎক্ষণিক জজ ভূইয়া গ্রুপের কর্মকর্তাগন এসে তাদেরকে নিজ কর্মস্থলে যেতে বলেন। তারপর তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। তিতাস গ্যাস কারিগরি শাখার ব্যবস্থাপক ইউ.এস.এস, প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ ও প্রকৌশলী আব্দুল আলিম রাসেল এর নেতৃত্বে সহকারী কর্মকর্তা উকিল উদ্দিন, সিনিয়র টেকনিশিয়ান মোঃ মুছা মিয়া, জুনিয়র টেকনিশিয়ান আয়ুব ভূইয়া, স্টোর কিপার মানিক মিয়া, সিবিএ নেতা সালা উদ্দিন, শের আলী সহ ১০/১২ জনের একটি কারিগরী দল সংযোগটি বিচ্ছিন্ন করে। তিতাস গ্যাস আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ তওহিদুল ইসলাম জানান জজ ভূইয়া গ্রুপের ৪ মাসের বিল বকেয়া বাবদ প্রায় ৪ কোটি পরিশোধ না করায় জজ ভূইয়া গ্রুপের দুইটি ইউনিট এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।