Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১ মে, ২০১৭:  37ত্রাণ নিতে এসে কোন হাত যেন খালি না যায় জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন চলনবিলের কৃষকরা যতদিন এই দুর্যোগ কাটিয়ে না উঠবে ততদিন তাদের মাঝে সরকার ত্রাণ বিতরণ অব্যাহত রাখবে। এছাড়া চলনবিল অঞ্চলে একটি সাইক্লোন সেল্টার নির্মান করা হবে। নাটোরের চলনবিলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া এসব কথা বলেন।
সোমবার বিকেলে গুরুদাসপুর উপজেলার প্রশাসনের আয়োজনে বিলশা বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে চলনবিলের ক্ষতিগ্রস্থ ৩শত জন কৃষকদের মাঝে নগদ ৫’শ টাকা এবং ১০ কেজি চাল বিতরণ করা হয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কমিটি সদস্য ও নাটোর-২ আসনের সংসদ শফিকুল ইসলাম শিমুল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব শাহ কামাল, নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন সহ সরকারী দফতরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উজান থেকে নেমে আসা ঢল আর বৃষ্টির পানিতে তলিয়ে চলনবিলের অন্তত দুই হাজার কৃষকের বোরো ধান তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়। এরই অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে ৪হাজার ২’শ জন কৃষকের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। এর আগে দুপুরে দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ানের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক , নাটোর-২ (নাটোর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব শাহ কামাল। ৩শত জন কৃষকদের মাঝে নগদ ৫’শ টাকা এবং ৩০ কেজি চাল বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তারা।