Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

jsakday_may_ks483kkkখােলা বাজার২৪।। সোমবার, ১ মে, ২০১৭: “আন্তর্জাতিক মহান মে অমর হোক” এ শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও বিএনপি অফিস চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফয়সাল আমীন, সদস্য, জাতীয় নির্বাহি কমিটি, মেয়র, ঠাকুরগাঁও পৌরসভা, তৈমুর রহমান, জেলা বিএনপি ও চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ, ঠাকুরগাঁও। আরো উপস্থিত ছিলেন নূর কমির, সদস্য, জেলা বিএনপি, গোলাম সারওয়ার রঞ্জু, আল মামুন আলম, ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলী, সদস্য, জেলা বিএনপি ও চেয়ারম্যান, নারগুন ইউপি, শরিফুল ইসলাম (শরিফ), আঃ গফুর ভুইয়া এছাড়া ওবাইদুল হক, সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক দল, ঠাকুরগাঁও। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঃ জব্বার, সভাপতি, জেলা শ্রমিক দল, ঠাকুরগাঁও। আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদীর শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ। উপস্থিত বক্তারা মহান মে দিবসের ইতিহাল তুলে ধরে বলেন ১৮৮৬ সালের মে মাসের ১ তারিখে ৮ ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমজীবি মানুষদের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরন করার জন্য বিশ্বব্যাপী মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। ১৮/১৯ শতকে ইউরোপ ও অ্যামেরিকায় শিল্প বিপ্লবের ফলে কলকারখানায় শ্রমিকদেরকে ১৪ ঘন্টার অধিক সময় কাজ করতে হতো । এরই দাবীতে সিকাগোর ম্যাককর্মিক হার্ভেস্টার কোম্পানিতে ৮ ঘন্টা কাজের দাবী ও ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে শ্রমিকরা আন্দোলনে যায়, তারই অংশ হিসেবে দিবসটি পালন করা হয়।